ভেনেজুয়েলার রাজধানীতে একের পর এক বিস্ফোরণ, ঘাঁটিতে আগুন
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত থেকে বোমারু বিমানের ওড়ার আওয়াজ ও একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর দক্ষিণাঞ্চলে অবস্থিত দেশের প্রধান সামরিক ঘাঁটি ফরচুনার একাধিক স্থাপনায় আগুন ধরে যায়। ওই এলাকা থেকে কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে।
আল জাজিরার প্রতিনিধি লুসিয়া নিউমান জানান, কারাকাসের দক্ষিণ দিকে অবস্থিত ফরচুনা ঘাঁটির ভেতরে ও আশপাশের এলাকায় গত রাত এবং শনিবার ভোরে ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের অধিকাংশ শব্দ ওই সামরিক ঘাঁটি থেকেই এসেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিস্ফোরণ শুরু হওয়ার পর থেকেই ফরচুনা ও আশপাশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
আরও পড়ুন: ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ ‘অনির্দিষ্টকালের জন্য’ যুক্তরাষ্ট্রের হাতে
আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে লুসিয়া নিউমান বলেন, “ফরচুনা ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি। এখন পর্যন্ত এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কেউ কেউ ধারণা করছেন, যুক্তরাষ্ট্র হয়তো সামরিক কোনো অভিযান শুরু করেছে। আবার অনেকে মনে করছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের উদ্দেশ্যে সেনাবাহিনীর সরকারবিরোধী অংশ অভ্যন্তরীণ নাশকতা চালাচ্ছে। তবে এসবের কোনোটিই এখনো নিশ্চিত নয়।
এদিকে বিস্ফোরণের ঘটনার পর মার্কিন বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকেও বিস্ফোরণের কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
আরও পড়ুন: মার্কিন হামলায় নিহত শতাধিক: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী





