দুপুরে র‌্যাবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হবে

Aminul Islam
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৪ | আপডেট: ৬:২৮ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে অভিযোগ দাখিল করবেন বলে জানিয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মুহাম্মদ লিমন হোসেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দাখিল করবেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ জানান, দুপুর ১টায় র‌্যাবের গুলিতে পা হারানো মুহাম্মদ লিমন হোসেন (বর্তমানে গণ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক) ট্রাইবুনালে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।


এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ অন্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: বাদী ও স্বাক্ষীদের খোজ না পাওয়ায় হাসিনাসহ ১১৩ আসামিকে অব্যাহতি