ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর ফেরত ও লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে লুটকারীদের তালিকা দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আরও পড়ুন: সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী সাময়িক বরখাস্ত
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলতে হবে। পাশাপাশি লুটকারীদের তালিকা আদালতে জমা দিতে হবে। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
আরও পড়ুন: গুম মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এদিকে, একই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার (১৭ আগস্ট) দিন ধার্য করেছেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ। রিট শুনানির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী।
রিটে উল্লেখ করা হয়, ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং সেখানে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে। পাশাপাশি এই ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে একটি রুল জারির আবেদনও করা হয়।