শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা যত মামলা
সোমবার ঘোষণা হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলার রায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা এই মামলার রায়কে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি—গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী কারও বিরুদ্ধে এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায়।
মামলার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে আদালত ও থানায় এখন পর্যন্ত ৫৮৬টি মামলা দায়ের হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে আরও চারটি মামলা।
আরও পড়ুন: বাদী ও স্বাক্ষীদের খোজ না পাওয়ায় হাসিনাসহ ১১৩ আসামিকে অব্যাহতি
অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা ও পরিকল্পনায় সংশ্লিষ্টতার অভিযোগে শেখ হাসিনাকে নির্দেশদাতা, হুকুমদাতা ও পরিকল্পনাকারী হিসেবে বিভিন্ন মামলায় প্রধান আসামি করা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্যে, মোট ৫৮৬ মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলাও রয়েছে ৬টি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে আরও অন্তত অর্ধশত অভিযোগ, যেগুলো যাচাই-বাছাই চলছে। এসব অভিযোগের সত্যতা মেলে তাহলে সেগুলোও মামলায় রূপান্তরিত হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন: সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ
শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় গত বছরের ১৩ আগস্ট—আবু সাঈদ নামের এক ব্যক্তির হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা নেয় পুলিশ।
পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলন–পরবর্তী সময়ে সারা দেশে মোট ১,৬১২টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫৯৯টি, আর অন্যান্য মামলা ১,০১৩টি। অভিযোগগুলোর মধ্যে রয়েছে হামলা, আগুন দেওয়া, ভাঙচুর, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ।
অভিযোগ অনুযায়ী, এসব মামলার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ৩২৪টি হত্যা মামলা মোট ৫৮০টি মামলা নির্দেশিত হয়েছে। আদালত অবমাননার এক মামলায় গত ২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। রায়কে ঘিরে দেশ এখন চূড়ান্ত অপেক্ষায় রয়েছে।





