হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৫ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি), ডিএমপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এই তথ্য নিশ্চিত করেন।  সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এদের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্তে জানা যায়, শহীদ শরীফ ওসমান বিন হাদি বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিগত সময়ের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা মূলক জোরালো বক্তব্য রেখে আসছিলেন। 

যার ফলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়। তিনি আরও জানান, শহীদ ওসমান বিন হাদিকে গুলি করা এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো।  ফয়সাল করিম এবং তার প্রধান সহযোগী মোঃ আলমগীর হোসেনকে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী এবং তদন্তে প্রাপ্ত মোঃ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩) পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্তৃক মনোনীত সাবেক কাউন্সিলর। আসামীদের রাজনৈতিক পরিচয় এবং ভিক্টিমের পূর্ববর্তী বিভিন্ন সময়ে প্রদত্ত বক্তব্য থেকে এটা পরিস্কার যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হত্যাকাণ্ড।

আরও পড়ুন: বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গ্রেপ্তার ইনামের তিন দিনের রিমান্ড

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, সার্বিক তদন্ত ও সাক্ষ্য প্রমাণে ধৃত আসামীদের ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি, ঘটনাস্থল ও প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইলেকট্রনিক ডিভাইস সমূহের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘটনার সাথে আসামীদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় এজাহার নামীয় পলাতক আসামি ১। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭) ২। মোঃ আলমগীর হোসেন (২৬) ৩। মোঃ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩) ৪। ফিলিপ স্নাল (৩২) ৫। মুক্তি মাহমুদ (৫১) ৬। জেসমিন আক্তার (৪২) তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামি ৭। মোঃ হুমায়ুন কবির (৭০) ৮। হাসি বেগম (৬০) ৯। সাহেদা পারভীন সামিয়া (২৪) ১০। ওয়াহিদ আহমেদ শিপু (২৭) ১১। মারিয়া আক্তার লিমা (২১) ১২। মোঃ কবির (৩৩) ১৩। মোঃ নুরুজ্জামান ওরফে উজ্জ্বল (৩৪) ১৪। সিবিয়ন দিও (৩২) ১৫। সঞ্জয় চিসিম (২৩) ১৬। মোঃ আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) ১৭। মোঃ ফয়সাল (২৫) দের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-বি/৩০২/২০১/১০৯/৩৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে নতুন কোন তথ্য পাওয়া গেলে বা অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ২০২৫ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি পল্টন ধানাধীন বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হন এবং ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এই ঘটনার প্রেক্ষিতে পল্টন থানায় একটি মামলা রুজু করা হয় যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়। পুঙ্খানুপুঙ্খ ও নিবিড় তদন্তের মাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্লবার (৬ জানুয়ারি) এই মামলার চার্জশিট দাখিল করলো।

আরও পড়ুন: জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর