ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন
পাবনা জেলার দুইটি সংসদীয় আসনের সীমানা নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতায় আপাতত ইতি টেনেছে দেশের সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশনের সর্বশেষ গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আয়োজন করতে কোনো আইনগত বাধা নেই বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল বিভাগের আদেশে বলা হয়েছে, গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে, সেই সীমানা অনুসারেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ফলে সাঁথিয়া উপজেলা পাবনা-১ আসনের অন্তর্ভুক্ত থাকবে এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন গঠিত হবে।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্টে রিট দায়ের
এর আগে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেটকে অবৈধ ঘোষণা করে একটি রায় দেওয়া হয়েছিল। তবে সেই রায় আপিল বিভাগের আদেশে স্থগিত করা হয়েছে।
সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে পাবনা জেলার দুই আসনে নির্বাচনী প্রস্তুতি ও ভোটগ্রহণ কার্যক্রম চালিয়ে যেতে আর কোনো আইনি জটিলতা থাকছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোট আয়োজনের প্রস্তুতি অব্যাহত রাখার পথ সুগম হলো।
আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা: স্ত্রীসহ ১১ আসামির সম্পদ জব্দের আবেদন





