শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ না থাকলে গণতন্ত্র টিকবে না: রিজভী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ন, ০২ জুন ২০২৫ | আপডেট: ১২:২০ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ না থাকলে গণতন্ত্র টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে গণতন্ত্র: সংকট ও সমাধান’ শীর্ষক এক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে সকল শক্তিকে একত্রে কাজ করতে হবে। একটি টেকসই গণতন্ত্র গড়তে একে অপরের প্রতি সহযোগিতা অপরিহার্য। পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ না থাকলে গণতন্ত্র টিকবে না।

আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা

সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকলে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। বিগত সরকার গণতন্ত্রের কথা বললেও বাস্তবিক প্রয়োগে তার সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণতন্ত্র কেবল নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, এটি একটি সংস্কৃতি যেখানে মত প্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিতা অপরিহার্য।

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।