সেনা সদরে নির্বাচনী পর্ষদ উদ্বোধন কালে প্রধান উপদেষ্টা
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে যোগ্য নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই নির্বাচনী পর্ষদের মাধ্যমে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার যোগ্য অফিসারদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে। সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের পর্ষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্বোধনী বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের। তিনি বিশেষভাবে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনরত শহীদ ও আহত সেনা সদস্যদের প্রতি। একইসাথে ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র ও জনতার আত্মত্যাগের কথাও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ
তিনি বলেন, সৎ, নীতিবান ও নেতৃত্বগুণে গুণান্বিত অফিসারদেরই উচ্চতর পদে পদোন্নতির জন্য বিবেচনা করা উচিত। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, সততা ও আনুগত্যই হবে নির্বাচনের মূল মাপকাঠি।”
তিনি আরও বলেন, সেনাবাহিনী শুধু দেশের সীমান্ত রক্ষায় নয়, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেনা সদস্যদের এ ত্যাগের জন্য তিনি সেনাপ্রধানসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি), প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অব জেনারেল স্টাফসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।