শিক্ষকদের অনড় ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাব ঘেরাও, যান চলাচল বন্ধ

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সারাদেশ থেকে আসা হাজারো শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন। ফলে তোপখানা রোডের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকরা অবস্থান নেন। প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলো বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
সিলেটের কানাইঘাট থেকে আসা শিক্ষক আলী রহমান বলেন, “বারবার আশ্বাস নিয়ে ফিরে গেছি। এবার আর আশ্বাসে কাজ হবে না, দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকব।”
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের আন্দোলনের পর সরকার ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা চালু করেছিল এবং জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে চলমান অবস্থান কর্মসূচিতে শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু তা না হওয়ায় আন্দোলনে নেমেছে তারা।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “২০১৮ সালে সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। আমরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি হয়েও বছরের পর বছর বৈষম্যের শিকার। আমরা চাই অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হোক, নইলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব
তিনি আরও জানান, প্রয়োজনে তারা সচিবালয় পর্যন্ত পদযাত্রা করবেন। এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম।