নৌবাহিনী ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৫। বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা হাজী মহসিন অডিটোরিয়ামে শুক্রবার অনুষ্ঠিত সভার আয়োজন করে বর্তমান এডহক কমিটি।

সভায় সভাপতিত্ব করেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান। বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সাঁতারু ও সংগঠকদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরে সভাপতি স্বাগত ভাষণ প্রদান করেন।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ ২০২৪-২০২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়াও ফেডারেশনের গঠনতন্ত্র সম্পর্কিত বিষয়াদি বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং সদস্যদের সম্মতিক্রমে প্রস্তাবনাসমূহ অনুমোদন করা হয়।

সভায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির সদস্যবৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, সুইমিং ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

সভাটি সুইমিং খাতের উন্নয়ন, সংগঠন পরিচালনা ও ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল।