বিভক্তির কারণেই সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে পড়েন: মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:৩৭ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিভিন্ন বিভক্তির কারণেই দেশের সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে পড়েন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে গণমাধ্যমের উন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছিল। গত ১৫ বছরে অনেক সাংবাদিক নিজ উদ্যোগেই “ফ্যাসিবাদী শক্তিকে” সমর্থন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “নিজেদের মধ্যে বিভক্তি না থাকলে সাংবাদিকরা কোনো দলের পকেটে ঢুকে যেতেন না।”

আরও পড়ুন: পরপর তিন দফা ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ঢাকা

বিএনপি সবসময় গণমাধ্যমবান্ধব ভূমিকা রেখেছে দাবি করে ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উপস্থাপিত দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সংবাদ উপস্থাপনের সময় গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তারা গণমাধ্যমকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের সর্বত্র “ওয়াচডগ” হিসেবে দায়িত্ব পালন করতে হবে।