গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সরকারি হটলাইন চালু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪৪ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২-এ যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক

এ ছাড়া অভিযোগ জানানোর জন্য notify@ncsa.gov.bd ই-মেইল ঠিকানাও চালু করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনলাইনে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে একটি কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়। নির্বাচনকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে এ কমিটি কাজ করবে।

আরও পড়ুন: রাজধানীর আবাসিকে গ্যাস সংকট চরমে, বিপাকে হাজারো পরিবার