গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে: আসিফ নজরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৬ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ উপদেষ্টা পরিষদের অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধে অংশ নেওয়া নাগরিকদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা থাকলে তা সরকার প্রত্যাহার করবে। একই সঙ্গে নতুন কোনো মামলা করা হবে না।

আরও পড়ুন: গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে: অধ্যাপক আলী রীয়াজ

আইন উপদেষ্টা আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

গত ৮ জানুয়ারি এক ফেসবুক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল জানান, দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা দেশের গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শঙ্কা থাকায় এই আইন প্রণয়ন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: বেতন কমিশন থেকে পদত্যাগ মাকছুদুর রহমানের

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে এর বৈধতা রয়েছে এবং আরব বসন্তসহ বিভিন্ন গণ-অভ্যুত্থানের পর সংশ্লিষ্ট আন্দোলনকারীদের সুরক্ষায় দায়মুক্তি আইন প্রণয়নের নজির রয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন প্রণয়নের স্পষ্ট ভিত্তি রয়েছে, যা সংবিধানসম্মত ও আইনি কাঠামোর মধ্যেই পড়েছে।