বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:১০ পূর্বাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। মেরামত শেষে চালু করতে অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার রাতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকালে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের বয়লারের একটি টিউব ফেটে যায়। এর ফলে তাৎক্ষণিকভাবে ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: ১১ ও ১২ ফেব্রুয়ারির ছুটির প্রজ্ঞাপন জারি

প্রধান প্রকৌশলী জানান, বয়লারের তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস থাকায় তা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরই মেরামতকাজ শুরু করা সম্ভব হবে। মেরামত শেষে উৎপাদন চালু করতে অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন। তবে নির্দিষ্ট সময়সীমা এখনও নিশ্চিত করা যায়নি।

১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যাওয়ার ফলে বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। কারণ, কেন্দ্রটির বাকি দুটি ইউনিট আগেই বন্ধ ছিল।

আরও পড়ুন: নির্বাচনের দিন ও আগে সহিংসতার দায় আ.লীগের: অন্তর্বর্তীকালীন সরকার

এর মধ্যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। অন্যদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ আছে। প্রয়োজনীয় বিপুল অর্থ বরাদ্দ না পাওয়ায় দ্বিতীয় ইউনিটটি চালুর বিষয়ে এখনও মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় ইউনিট চালুর জন্য চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাস থেকে ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হতে পারে।