রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন, সংসদ প্লাজায় জানাজা বুধবার
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে দাফন করা হবে। সেখানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।
তিনি আরও জানান, আগামী বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজের পর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার তার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাখা হবে। বুধবার সকালে সেখান থেকে মরদেহ সংসদ ভবন প্রাঙ্গণে নেওয়া হবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের সিদ্ধান্তে তার রাজনৈতিক জীবনের প্রতি রাষ্ট্রের আনুষ্ঠানিক সম্মান প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





