ফরিদপুর-১ আসনে

বিএনপি প্রার্থী খন্দকার নাসিরের হলফনামায় ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৫০ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে মনোনয়নপত্রে ভুয়া তথ্য দিয়ে জালজালিয়াতির অভিযোগ উঠেছে। সিদ্দিক শেখ নামে এক ব্যক্তি রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন যে, প্রার্থী তার হলফনামায় উল্লেখ করা তথ্য ও জমা দেওয়া আয়কর সার্টিফাইড কপির মধ্যে বড় ধরনের বৈপরীত্য রয়েছে। অভিযোগ পর্যালোচনার ফলে দেখা গেছে খন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় উল্লেখিত নাম এবং আয়কর সার্টিফাইড কপির নামের মধ্যে কোনো মিল নেই।

১. খন্দোকার নাসি রুল ইসলাম এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এর হলফনামার সাথে আয়কর সার্টিফাইড কপির সাথে নামের কোন মিল নাই। উনি জনৈক খাওদাকার নাসিউল ইসলাম-এর নামের আয়কর সার্টিফাইড কপি জমা দিয়েছেন। 

আরও পড়ুন: রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

২. খন্দোকার নাসিরুল ইসলাম যদিও বলে থাকেন উক্ত আয়কর সার্টিফাইড কপির নামের টাইপিং ভূলের কারনে হয়েছে, সেক্ষেত্রেও যদি ধরে নেই জনৈক খাওদাকার নাসিউল ইসলাম-এর আয়কর সার্টিফাইড কপিটি খন্দোকার নাসিরুল ইসলাম-এর, তবে উক্ত আয়কর সার্টিফাইড কপির মধ্যেও অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে।

৩. জনৈক খাওদাকার নাসিউল ইসলাম-এর আয়কর সার্টিফাইড কপিতে মোট সম্পদ দেখিয়েছেন ৪৯,৪৪,২৯৫/- টাকা, তবে খন্দোকার নাসিরুল ইসলাম-এর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর হলফনামায় মোট সম্পদ উল্লেখ করেছেন ১,৮৫,৩৮,৫০০/-টাকা।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন

৪. জনৈক খাওদাকার নাসিউল ইসলাম-এর আয়কর সার্টিফাইড কপিতে আগ্নেয়াস্ত্রের কোন মূল্য উল্লেখ নাই, তবে খন্দোকার নাসিরুল ইসলাম এর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর হলফনামায় .২২ বোর রাইফেল, যার মূল্য ১,২৭,০০০/- টাকা উল্লেখ করেছেন ।

৫. জনৈক খাওদাকার নাসিউল ইসলাম এর আয়কর সার্টিফাইড কপিতে মোট দায় দেখিয়েছেন ৫,০০,০০০/-টাকা, তবে খন্দোকার নাসিরুল ইসলাম এর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর হলফনামায় মোট দায় উল্লেখ করেছেন ১৬,৯৭,১৯,২৪১/-টাকা।

৬. জনৈক খাওদাকার নাসিউল ইসলাম-এর আয়কর সার্টিফাইড কপিতে গাছ বিক্রয় হতে আয় দেখিয়েছেন ১৭,২০,৩০৫ টাকা, তবে খন্দোকার নাসিরুল ইসলাম-এর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর হলফনামায় গাছ বিক্রয় হতে কোন আয় উল্লেখ করেন নাই।

৭. জনৈক খাওদাকার নাসিউল ইসলাম-এর আয়কর সার্টিফাইড কপিতে অন্যান্য দায় দেখিয়েছেন ৫,০০,০০০/- টাকা, তবে খন্দোকার নাসিরুল ইসলাম-এর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এর হলফনামায় অন্যান্য দায় উল্লেখ করেন নাই।

৮. খন্দোকার নাসিরুল ইসলাম-এর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বাংলা ও ইংরেজী নাম  সঠিক রয়েছে, তবে আয়কর সার্টিফাইড কপিতে নাম খাওদাকার নাসিউল ইসলাম কোনভাবেই গ্রহনযোগ্য নয়।

এমতবস্থায়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এর হলফনামায় মিথ্যা, ভুল ও অসম্পুর্ন তথ্য প্রদান করায় খন্দোকার নাসিরুল ইসলাম-এর মনোনয়নপত্রটি বৈধ হওয়ার কোন সুযোগ আছে বলে মনে করি না।