দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৫০ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে নির্বাচনের সুযোগ নিয়ে যারা দেশকে অস্থির করার চেষ্টা করছেন, খুনখারাবি ও মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করছেন, তারা কখনই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তিনি বলেন, তারা জনগণের পালস বুঝে গেছে। দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তাদের ফাঁদে পা দেবে না।

সোমবার বিকালে শাহবাগ বারডেম হাসপাতালে “বারডেম জেনারেল হাসপাতাল কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ” আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক

মির্জা আব্বাস বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলাম। আমার বাসা হাসপাতাল পরিণত হয়েছিল। সেখান থেকে আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়ার জন্য তিনটি অ্যাম্বুলেন্স অবিরাম কাজ করেছে। সে অত্যাচার থেকে শতকষ্ট সহ্য করে নিজের জীবনের বিনিময়ে আমাদের রক্ষা করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে অবিচার ও অত্যাচার করা হয়েছে, কিন্তু তিনি দেশ ছাড়েননি। অথচ, একটিবারও কৃতজ্ঞতা নেই। সবকিছু তারা নিজেরা অর্জন করেছে বলে দাবি করছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আমরা গুম-খুনের শিকার হয়েছি। এখনও ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতি যে বিএনপি কথাই বলতে পারবে না। বললেই টুইস্ট করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি টাকা লগ্নি করে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। আমাকে লক্ষ্য করা হচ্ছে। যারা আমার সম্পর্কে অপপ্রচার করছেন, তারা অপরিপক্ক। তারা হয়ত আমার সম্পর্কে কিছু জানে না। এসব অপরিপক্করা যদি সংসদে আসে, তাহলে সংসদের কী অবস্থা হবে, আল্লাহ জানেন।

আরও পড়ুন: সবার টার্গেটে সুইং ভোটার, ১৮ বছর পর নিরপেক্ষ এই নির্বাচনে তারাই গেম চেঞ্জার

দোয়া ও স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফুদ্দিন, বারডেম হাসপাতালের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন, কর্মকর্তা কর্মচারী পরিষদের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. আনোয়ারুল ইসলাম, ডা. মাহমুদ নবী সিদ্দিকী, ডা. রেনে সুজান ক্লদ সরকার, ডা. নাজমুল ইসলাম, ডা. সৈয়দ দাউদ, ডা. তৈমুর, ডা. আমিরুল ইসলাম পাভেল প্রমুখ।