চবিতে পাহাড় ধস, ৪ জনকে জীবিত উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসময় একই পরিবারের ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।
সোমবার ভোর পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আবাসিক এলাকা শাহী কলোনিতে এ ঘটনা ঘটে। এতে জীববিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের প্রহরী মোহাম্মদ হানিফের ঘর ভেঙে যায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ফলে বন্ধ আছে অভ্যন্তরীণ যান চলাচল।
প্রহরী মোহাম্মদ হানিফ বলেন, ‘যখন পাহাড় ধসের ঘটনা ঘটে, তখন আমরা ঘুমিয়ে ছিলাম। ঘরের ছাদে গাছ উপড়ে। বিকট শব্দ হওয়ায় ঘুম ভাঙে যায়। এর মধ্যে ঘরের দেয়ালও ভেঙে পড়ে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘গত শনিবার আমরা মাইকিং করে পাহাড়ের নিচে বসবাস করা পরিবারগুলোকে সরে যাওয়ার অনুরোধ করেছিলাম। তবে কর্মচারীদের কেউ বিষয়টি আমলে নেননি।’
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় ধসের ঘটনা নতুন নয়। প্রায় প্রতিবছরই বৃষ্টির সময় পাহাড় ধসের ঘটনা ঘটে।





