সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

ছবিঃ সংগৃহীত
জেলা প্রশাসনের আশ্বাসে সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন জেলা পরিবহন শ্রমিক নেতারা।
জেলা সড়ক পরিবহন বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, "প্রশাসন গ্যাসের সমাধান করে দেবেন। আর মামলার বিষয়ে এসএমপি কমিশনার সিলেটে আসলে এটারও সমাধান হবে। সে জন্য আমরা আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নিয়েছি।"
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
উল্লেখ্য, এর আগে রোববার নগরীর কোর্ট পয়েন্টে গ্যাসের লোড বাড়ানোসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করে পরিবহন শ্রমিকেরা। মানববন্ধনে শ্রমিক নেতারা দাবি আদায়ে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেন। পরে আজ বুধবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু হয়।