বগুড়ার শীর্ষ সন্ত্রাসী পিস্তল ও গুলিসহ গ্রেফতার

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ন, ১৬ জুন ২০২৫ | আপডেট: ৫:৩৯ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় গত ১৫ই জুন রবিবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের সময় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। এতে বগুড়া জেলা (গোয়েন্দা পুলিশ) ডিবি শাখার একটি চৌকস টিম শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় তার নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করে। 

ডিবি পুলিশ সূত্রে জানা যায় যে, গ্রেফতার করা শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম (৩২), নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। এসময় বগুড়া জেলা (গোয়েন্দা পুলিশ) ডিবি শাখার একটি চৌকস টিম শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের নিজ বসতবাড়িতে অভিযান চালায়। উক্ত অভিযান কালে তার দেখানো মতে তার শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা চলমান রয়েছে তার নামে।

আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত

এবিষয়ে বগুড়া জেলা (গোয়েন্দা পুলিশ) ডিবি শাখার ইনচার্জ (ওসি) ইকবাল বাহারের নেতৃত্বে এসআই আরিফুল রহমানসহ ডিবির একটি চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে নিশিন্দারা চকর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এতে অভিযান কালে তার দেখানো মতে তার শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।