ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

“আমার শহর, আমার আঙিনা, আমি পরিষ্কার করি, পরিবেশ রক্ষা করি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ ২৪ আগস্ট রোববার সকালে ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

সূত্রে জানা গেছে, জেলা আনসার ভিডিপির অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের সামাজিক উন্নয়ন কাজে উদ্বুদ্ধ করতে ফেনী শহরের ঐতিহ্যবাহী রাজাঝি দিঘির পাড় ওয়াকওয়ে ও রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। পরিচ্ছন্নতা অভিযানে ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন জানান, আনসার ভিডিপির বিভিন্ন প্রশিক্ষণে সামাজিক, স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণমূলক নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি ভিডিপির ২৮ দিনব্যাপী অ্যাডভান্সড ট্রেনিংয়ের শেষ পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে আজকের এ আয়োজন করা হয়েছে। এতে প্রশিক্ষণার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আরও পড়ুন: নিকলীতে চাইনিজ কুড়াল ও ইয়াবাসহ আটক এক

তিনি আরও জানান, আনসার ভিডিপির সদস্যবৃন্দ সরকারের নির্দেশনা মোতাবেক সদর দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দেশের ক্রান্তিলগ্নে জাতীয় ও স্থানীয়ভাবে বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।