আগামীর বাংলাদেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই: এ টি এম আব্দুল বারী ড্যানী

Sanchoy Biswas
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪৩ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা পৌর শহরসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি শহরের রাজুর বাজার, হৌসেনপুর, চল্লিশা ও জেলা সদরের বিভিন্ন জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

লিফলেট বিতরণকালে এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা কর্মসূচিই আমাদের আগামীর বাংলাদেশের রূপরেখা। এ রূপরেখা বাস্তবায়িত হলে জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক, আর বাংলাদেশ গড়ে উঠবে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট কাটিয়ে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে এই রূপরেখা নতুন আশার প্রতীক। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় তাই ঘরে ঘরে বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

কর্মসূচি চলাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের মতামত শোনেন এবং রাষ্ট্র মেরামতের আন্দোলনে জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, এ টি এম আব্দুল বারী ড্যানীর নেতৃত্বে নেত্রকোনায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি এসেছে। তাদের মতে, তারেক রহমানের ৩১ দফার রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করবে।