বিদেশীদের হাতে বন্দর তুলে দেয়ার প্রতিবাদে মশাল মিছিলে কঠোর কর্মসূচির ডাক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সম্ভাব্য সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা পরিষদ।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বড় পোল এলাকায় পোর্ট কানেকটিং সড়কে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশে ঘোষণা দেন—৪০ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট সিদ্ধান্ত ফিরিয়ে নিতে হবে। অন্যথায় ২০ নভেম্বর সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী বলেন, বন্দর উন্নয়নের অজুহাতে বিদেশি কোম্পানির হাতে গুরুত্বপূর্ণ টার্মিনাল হস্তান্তরের ষড়যন্ত্র চলছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রাম বন্দর আগের তুলনায় ২১ শতাংশ বেশি রাজস্ব অর্জন করছে। দক্ষতা বাড়াতে হলে বিদেশি বিশেষজ্ঞ আনা যেতে পারে, কিন্তু লাভজনক টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো যুক্তি নেই। তার দাবি, এনসিটি ও সিসিটি বিদেশিদের কাছে দেওয়া হলে চট্টগ্রামসহ সারা দেশে তীব্র আন্দোলন শুরু হবে।
অন্যান্য বক্তারা বলেন, সিসিটি ও এনসিটি ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণ ও লাভজনক টার্মিনাল হিসেবে কাজ করছে। এসব স্থাপনায় বিদেশি বিনিয়োগ বা পরিচালনা হস্তান্তরের প্রয়োজন নেই। তারা আরও বলেন, ডলার সাশ্রয় ও বন্দর স্বার্থ রক্ষার জন্য লাভজনক টার্মিনালগুলো দেশের নিয়ন্ত্রণেই থাকা উচিত। তবে তারা বে-টার্মিনালে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আপত্তি নেই বলে জানান।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে





