পহেলা ডিসেম্বরে ব্যান্ড ফেস্ট, ১২টি ব্যান্ড দলের অংশগ্রহণ
প্রতিবছরের মতো এবারও ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আই উদযাপন করতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। ২০১৪ সাল থেকে প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়া অনুযায়ী দিনটিকে চ্যানেল আই বিশেষভাবে উদযাপন করে আসছে। এবার চ্যানেল আই ব্যান্ড ফেস্টের ১২তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, এবার দেশের ১২টি ব্যান্ড চ্যানেল আই স্টুডিও থেকে দিনব্যাপী পারফর্ম করবে। আগামীতে অনেক বড় পরিসরে ব্যান্ড ফেস্ট উদযাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
সংবাদ সম্মেলনে দেশের নামকরা ব্যান্ড সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান ও পরিচালক শাইখ সিরাজ, ব্যান্ড সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী।
শাইখ সিরাজ বলেন, “তারুণ্যকে জাগিয়ে তোলে ব্যান্ড সংগীত। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ব্যান্ডের শুরুর দিকে পথচলা সহজ ছিল না। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমাদের ব্যান্ডগুলো আজ এই অবস্থায় এসেছে। আমরা চ্যানেল আই থেকে প্রতিবারই প্রয়াত আইয়ুব বাচ্চুর চাওয়াকে সম্মান জানিয়ে দিনটি বিশেষভাবে পালন করার চেষ্টা করি। আগামীতে অনেক বড় পরিসরে দিনটি পালনের পরিকল্পনা আমাদের রয়েছে। সেইসঙ্গে ব্যান্ডের গুণী মানুষদের সম্মান জানানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। আমরা চ্যানেল আই থেকে এই আয়োজন প্রায় এক দশক ধরে পালন করছি। আমি মনে করি, জাতীয়ভাবে ব্যান্ডের জন্য যদি একটি দিন পালন করা যায়, তাহলে আরও ভালো হয়। আশা করি, সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় রাখবে।”
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
ফুয়াদ নাসের বাবু বলেন, “আইয়ুব বাচ্চুর উদ্যোগেই এটি চ্যানেল আইয়ে চালু হয়েছিল। ব্যান্ড এখন বাংলা মূলধারার সংগীতের অংশ। আমরা এখানে কাজ করছি, ভবিষ্যৎ প্রজন্মও কাজ করতে পারবে। চ্যানেল আইকে ধন্যবাদ, শুরু থেকে সবসময় তারা ব্যান্ড মিউজিকের সঙ্গে ছিল।”
১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে। এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী মনে করেন, “ফেসবুকে বুঁদ হয়ে থাকা তরুণ সমাজকে জাগ্রত করতে এই ব্যান্ড ফেস্টের দরকার আছে। এক কথায় বর্তমানে তরুণ প্রজন্মের জন্য এমন আয়োজন খুব দরকার। যা বছরে একটি দিন চ্যানেল আই সেলিব্রেট করা। এই আয়োজনে যুক্ত থেকে আমরা গর্বিত। আমাদের হাসপাতাল শিল্পী বান্ধব হাসপাতাল। চ্যানেল আইয়ের কাছে আমি দাবি জানাই, আইয়ুব বাচ্চু মিউজিক এওয়ার্ড চালু করা যায় কিনা।”
১২তম চ্যানেল আই ব্যান্ড ফেস্টে প্রযোজনায় আছেন অনন্যা রুমা এবং প্রকল্প পরিচালক রাজু আলীম। এবার যে ১২টি ব্যান্ড পারফর্ম করবে সেগুলো হচ্ছে: উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, তরুণ, মেহরীন, অবসকিউর, ফিডব্যাক, নির্ঝর, স্টার লিং, সিফোনি, নোভা, ডিফারেন্ট টাচ।





