বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর ময়মনসিংহ সমিতির দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা। আজ রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর মিরপুরস্থ সমিতির ভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও বহুদলীয় রাজনীতির বিকাশে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তারা জানান, “জাতির সংকট মুহূর্তে তাঁর সাহসী ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”
আরও পড়ুন: নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা, সাবেক কেবিনেট সচিব আব্দুল হালিম, সহ-সভাপতি আতিকুজ্জামান খান, অর্থ সচিবসহ সমিতির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন সমিতির সদস্যরা। দোয়ায় তাঁর চিকিৎসার অগ্রগতি, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করা হয়।
আরও পড়ুন: স্কপের বন্দর ভবনমুখী ‘লাল পতাকা গণমিছিল’
অনুষ্ঠান শেষে সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা বলেন, “খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নাম। তাঁর সুস্থতা কামনায় আমাদের দোয়া অব্যাহত থাকবে।”





