গোবিন্দগঞ্জে থানা চত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক আহত, গ্রেফতার তিন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাকিরুল ইসলাম (৪০) নামে এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানা চত্বরে এ ঘটনা ঘটে। আহত জাকিরুল ইসলাম উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়ার আব্দুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রশিদুল (৪৮) ও প্রতিবেশি ওয়াসিম গাছু (৪৫)-এর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে গোবিন্দগঞ্জ থানায় উভয় পক্ষের লোকজন নিয়ে বৈঠকের আয়োজন করে পুলিশ। এ বৈঠকে বিষয়টি নিস্পত্তি না হওয়ায় রশিদুলের স্ত্রী লিলি বেগম তার ভাই জাকিরুলকে নিয়ে থানা থেকে বের হন।
আরও পড়ুন: কুলাউড়া সরকারি কলেজের পুনর্মিলনীতে শিক্ষার্থীদের মিলনমেলা
লিলি বেগমের অভিযোগ, ওয়াসিম গাছুর নেতৃত্বে ৫-৬ জনের সংঘবদ্ধ ভাড়াটিয়া দুর্বৃত্তদল তাদেরকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে থানা গেটের সামনে নিয়ে এসে এলোপাথারী মারপিট করে। এক পর্যায়ে তার ভাই জাকিরুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তবে ওয়াসিম গাছু এ অভিযোগ অস্বীকার করেন।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস.আই. সেলিম রেজা আজ রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিলি বেগমের অভিযোগের প্রেক্ষিতে ওয়াসিম গাছু ও তার ভাই ফটু গাছুসহ তিনজনকে তাৎক্ষনিক আটক করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। পরে উভয় পক্ষের আপসরফার সম্মতিতে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উৎসব





