বেনাপোলে মরিচ বোঝাই ট্রাক থেকে পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার, দুই ভারতীয় আটক

বেনাপোল আইসিপিতে কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাকে বিশেষ অভিযান চালিয়ে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল আইসিপির আমদানি-রপ্তানি গেইটে অভিযান চালায়। এ সময় ভারতীয় ট্রাক (নম্বর- CG04PU5288) তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— গুরজীত সালুজা (৩১), পিতা- জাস পাল সালুজা এবং রাম দাস নাওয়াদি (২৪), পিতা- মালকিয়া নাওয়াদি; দুজনেরই বাড়ি মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ডে। জব্দকৃত অস্ত্র ও গুলির আনুমানিক বাজারমূল্য ১,০৩,৭২০ টাকা।
পরে আটককৃত ভারতীয় নাগরিকদের অস্ত্র-গোলাবারুদসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ডাকসু নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগামীকাল যান চলাচল বন্ধ
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়েছে।