শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিল ডিএমপি
শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযথভাবে উদযাপনের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভার মূল উদ্দেশ্য ছিল জাতীয় দিবস দুটি যথাযথ মর্যাদায় উদযাপন ও জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয় করা।
আরও পড়ুন: কেএমপি কমিশনারসহ পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, “সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনবল মোতায়নে কোনো বিলম্ব করা যাবে না। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় রাখতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুটি গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেবে।”
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “আশা করি সবার সহযোগিতায় দিবস দুটি নির্বিঘ্নে উদযাপিত হবে। সবাইকে যথাযথভাবে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গুজব বা ভুয়া সংবাদ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।”
আরও পড়ুন: আইজিপি বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবি পিন্টুর স্ত্রীর
সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।





