আবেদ আলীর প্রশ্নে ক্যাডার হওয়ার অভিযোগ, জিকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪০ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলীর মাধ্যমে প্রশ্ন কিনে পুলিশ ক্যাডার হওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু-র বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক আবেদনের প্রেক্ষিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পুলিশের শীর্ষ ১৪ কর্মকর্তার বদলি

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক আল-আমিন আবেদনটি করেন। আবেদনে বলা হয়েছে, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আবেদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তদন্তকালে আবেদ আলীর সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে জাকারিয়া রহমান একজন, এবং বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত। এছাড়া তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ জরুরি বলে আদালত মন্তব্য করেছেন।

এদিকে, ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও পিকে হালদার-এর বিরুদ্ধে আলাদা দুটি মামলায় চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তা নতুন দায়িত্বে