রমনায় পুলিশের গাড়িতে হঠাৎ আগুন
ছবিঃ সংগৃহীত
রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে হঠাৎ আগুন লেগেছে। তবে এটি কোনো নাশকতার ঘটনা নয়—গাড়ির মেরামতের সময় ভুলবশত ব্যাটারি সংযোগের কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন
তিনি বলেন, গাড়ির কাজ করার সময় ব্যাটারির দুটি সংযোগ এক হয়ে যায়, তখনই আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
ওসি আরও জানান, এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত ঘটনা। কোনো নাশকতা বা পরিকল্পিত তৎপরতার প্রমাণ মেলেনি। আগুনে কেউ হতাহত হয়নি, তবে গাড়িটির আংশিক ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: এবার দুদকের সামনে ককটেল বিস্ফোরণ





