রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা: ঢামেকে চিকিৎসক মারধর, সব সেবা বন্ধ

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:১০ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। ঘটনার পর জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মেডিসিন ভবনের সাত তলায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত রয়েছে।

আরও পড়ুন: দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ : গবেষণা

ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, রোগী নাজমা বেগমের মৃত্যুর পর তার স্বজনরা ইন্টার্ন চিকিৎসক ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধর করেন। আহত চিকিৎসকদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় জড়িত দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে পুলিশ।

তিনি আরও জানান, নিরাপত্তার অভাবে হাসপাতালের প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে এবং পরিচালক উপস্থিত না হওয়া পর্যন্ত গেট খোলা হবে না।

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের রড পড়ে যুবকের মৃত্যু, কনকর্ডের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রোগীর মৃত্যুর পর চিকিৎসক ও স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।