দেখামাত্র গুলির নির্দেশ : বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আরও পড়ুন: কেরাণীগঞ্জের চুনকুটিয়া হতে র্যাব-১০ কর্তৃক ডাকাতি মামলার আসামি গ্রেফতার
জানা গেছে, অমি দাশ পুলিশ টেলিক ইউনিটের কনস্টেবল। তিনি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। বাবার নাম রাজিব দাশ। ঘটনার সূত্রপাত ১২ আগস্ট।
আরও পড়ুন: লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত
ওইদিন ওয়াকিটকিতে কমিশনার হাসিব আজিজ সিএমপির সব সদস্যকে নির্দেশ দেন— অস্ত্রধারীদের দেখামাত্র গুলি চালানোর জন্য। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কমিশনার এ নির্দেশ দেন। এই নির্দেশনার ভিডিও একজন কর্মকর্তা রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। কমিশনারের বক্তব্য ফাঁস হয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সিএমপি। এরপরই তদন্তে নেমে কনস্টেবল অমি দাশকে শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ১১ আগস্ট দিবাগত রাতে চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের মিছিলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন। এর পরদিন রাতে ওয়্যারলেসে কমিশনার হাসিব আজিজ সব ফোর্সকে লাইভ অ্যামুনিশনসহ দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি বলেন, কোনো পুলিশ টহল পার্টির সামনে অস্ত্র বের করলে, সেটা ধারালো হোক বা আগ্নেয়াস্ত্র, সাথে সাথে গুলি চালানো হবে। ঘটনার পর গোপনীয় নির্দেশনা বাইরে চলে যাওয়ায় চট্টগ্রাম নগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা ক্ষুব্ধ হন। তদন্তে গিয়ে অবশেষে দায়ী পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়।