সাংবাদিক আনিস-শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৭ পূর্বাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীর, জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগটি করেন জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

অভিযোগপত্রে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পাশাপাশি মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় অপরাধ সংঘটনের কথা বলা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের ব্যাংক হিসাব জব্দ

এদিকে একই রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ডিবি সূত্র জানায়, তাকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি প্রধান জানান, জিজ্ঞাসাবাদের সময় সাংবাদিক আনিস আলমগীর কিছু বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ কারণে তাকে রাতে ডিবি কার্যালয়েই রাখা হয়েছে।

আরও পড়ুন: উত্তরায় জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতার সঙ্গে কাজ করছে।