নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আইএমএফের ঋণ নয়: এফবিসিসিআই সভাপতি
নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ না নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন।
আইএমএফের ঋণ বিষয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, আমাদের অর্থের দরকার রয়েছে, তাই বলে নিজেদের স্বার্থ আর সক্ষমতা বিসর্জন দিয়ে নয়।
আরও পড়ুন: বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৭ হাজার টাকা
তিনি বলেন, তারা শর্ত দেবে, আমাদের নেগোসিয়েশন করতে হবে। ডলার সংকট দূর করতে আমাদের ফরেন কারেন্সির দরকার আছে, গ্যাপটা মিনিমাইজ করার জন্য।
তার মানে এই নয় যে, সব জলাঞ্জলি দিয়ে আইএমএফের কাছ থেকে অর্থ নিতেই হবে।
আরও পড়ুন: গ্যাস সংকটের মধ্যে আবার দুর্ঘটনা, চাপ আরও কমেছে
অর্থনৈতিক মহামন্দা ও দুর্ভিক্ষ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, দুর্ভিক্ষ হলে শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে হবে। সে হিসেবে বাংলাদেশ এর বাইরে না। এজন্য আমাদের কৃচ্ছ্রসাধন করা দরকার। এর পাশাপাশি আমাদের কৃষিখাত নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে নেদারল্যান্ড, ব্রাজিল ও থাইল্যান্ডসহ খাদ্যপণ্য উৎপাদনে যেসব দেশ সফল তাদের অনুসরণ করতে হবে।
অনুষ্ঠানে অপর এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, ঋণের খেলাপি বড়রা হয়, ছোটরা হয় না। ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশ বৃহৎ শিল্পে। এজন্য আমাদের এসএমই খাতকে বেশি গুরুত্ব দিয়ে, এ খাতে ঋণের প্রবাহ বাড়ানো দরকার।





