৫ টাকা কমে চিনির কেজি এখন ১৩০

MIZANUR RAHMAN
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৩ | আপডেট: ৪:২১ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন খরচ কমার কথা জানিয়ে চিনির দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত চিনির দাম ৫ টাকা করে কমানো হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সংগঠনটির নির্বাহী সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

আরও পড়ুন: এমডি নিয়োগে কঠোর শর্ত: অভিজ্ঞতার মানদণ্ড কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চিনির নতুন নির্ধারিত মূল্য আগামীকাল (১৪ আগস্ট) থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি কেজি খোলা চিনির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।

আরও পড়ুন: সাহাবুদ্দিনকে আর্থিক সুবিধা দিতে ডাচ-বাংলার নিত্যনতুন কত কৌশল