প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে দুই উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৩৯ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১১ প্রতিনিধির সঙ্গে বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার পর রেলভবনে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।

বৈঠক চলাকালে শিক্ষার্থীরা জানান, নিজেদের দাবিতে সরকার ফলাফল প্রকাশ না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাকৃবি

এদিন দুপুরে সরকার প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছিল। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই কমিটি প্রত্যাখ্যান করে এবং পাঁচ দফা দাবিসমূহ উপস্থাপন করেন।

এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগ বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়ের জন্য চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারদের প্রতিনিধির সমন্বয়ে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, তারা প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করবে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা দিতে হবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে।

আরও পড়ুন: সাত দফা দাবিতে পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল

উল্লেখ্য, বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি প্রকৌশলীরা ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে “প্রকৌশলী” শব্দ ব্যবহার করতে না দেওয়ার দাবিসহ তিন দফা দাবিতে আন্দোলনে রয়েছে। অন্যদিকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ না দেওয়া এবং সাত দফা দাবিতে আন্দোলন করছেন।