ডাকসু ভিপি নির্বাচনে ২১ প্রার্থী পেলেন ১০ ভোটের কম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, অধিকাংশ প্রার্থী খুবই কম ভোট পেয়েছেন। বিশেষ করে তিনজন প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। এই প্রার্থীরা হলেন— সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক।
ভিপি পদে ১০ ভোটের বেশি পাননি এমন প্রার্থীর সংখ্যা ২১ জন। এছাড়া ৫০টির নিচে ভোট পেয়েছেন আরও ১১ জন।
আরও পড়ুন: সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী
১০ ভোটের বেশি পাননি যারা:
আসিফ আনোয়ার অন্তিক ৫ ভোট, জালাল আহমেদ (প্রার্থিতা বাতিল) ৮ ভোট, দ্বীন মোহাম্মদ সোহাগ ৬ ভোট, মাহদী হাসান ৯ ভোট, মুহাম্মদ আবু তৈয়ব ১০ ভোট, আজগর ব্যাপারী ৬ ভোট, শাফি রহমান ৬ ভোট, আতাউর রহমান শিপন ৫ ভোট, আবুল হোসাইন ৭ ভোট, উজ্জ্বল হোসেন ৬ ভোট, নাছিম উদ্দিন ২ ভোট, ফয়সাল আহমেদ ৪ ভোট, মুদাব্বীর রহমান ৩ ভোট, রাসেল মাহমুদ ৭ ভোট, সোহানুর রহমান ২ ভোট, হাবিবুল্লাহ ২ ভোট, হেলালুর রহমান ৩ ভোট, জান্নাতী বুলবুল ৬ ভোট, জায়েদ বিন ইকবাল ৭ ভোট, রিয়াজ উদ্দিন আহমেদ ৮ ভোট, শাহ জামাল সায়েম ৩ ভোট।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় ও ছাত্রদলের পরাজয়ের নেপথ্যে কী
৫০টির নিচে ভোট পেয়েছেন ১১ জন:
আব্দুল ওয়াহেদ ২৭ ভোট, আরিফুল ইসলাম ২৩ ভোট, ছাদেক হোসেন ৩৯ ভোট, জাহিদ হাসান ১৭ ভোট, তাহমিনা আক্তার ২৬ ভোট, মারজিয়া হোসেন জামিলা ৩৫ ভোট, দেলোয়ার হোসেন ১২ ভোট, নাইম হাসান ২৪ ভোট, রাহুল দেব রায় ২০ ভোট, সুমিত সেন ১৪ ভোট, আল-আমিন ইসলাম ১০ ভোট।
সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীরা:
ভিপি পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম, যিনি ১৪,০৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট।
স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩,৮৮৩ ভোট, চতুর্থ অবস্থানে থাকা উমামা ফাতেমা ৩,৩৮৯ ভোট, পঞ্চম অবস্থানে থাকা আব্দুল কাদের পেয়েছেন ১,১০৩ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে জামালউদ্দীন খালিদ ৫০৩ ভোট, বিন ইয়ামীন মোল্লা ১৩৬ ভোট এবং শেখ তাসনিম আফরোজ ইমি ৬৮ ভোট ও ইয়াছিন আরাফাত ৬২ ভোট পেয়েছেন।
এবারের নির্বাচনে সাদিক কায়েমের জয় এবং অনেক প্রার্থীর খুব কম ভোট পাওয়ার ঘটনা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের বৈচিত্র্য ও প্রতিযোগিতার মাত্রা তুলে ধরেছে।