চবিতে CUSS YouthMappers-এর ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা!

CUSS YouthMappers হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক কার্যক্রমের অন্যতম প্ল্যাটফর্ম CUSS-এর একটি এফিলিয়েটেড ক্লাব, যা আন্তর্জাতিক বৃহত্তর YouthMappers নেটওয়ার্কের একটি স্বীকৃত চ্যাপ্টার। সংস্থাটি শিক্ষার্থীদের মাধ্যমে মানচিত্রভিত্তিক তথ্য সংগ্রহ, জিও-স্পেশাল প্রযুক্তি ব্যবহার, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, এবং সামাজিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নিয়মিত কর্মশালা, জরিপ, প্রকল্পভিত্তিক কাজ ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে CUSS YouthMappers শিক্ষার্থীদেরকে গবেষণা, উদ্ভাবন ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করে দেয়।
এই ধারাবাহিকতায়, গত ২রা অক্টোবর, ২০২৫ ইং তারিখে CUSS YouthMappers-এর পূর্ব কার্যনির্বাহী কমিটির সম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ইতোমধ্যে, নতুন কমিটি এক বছরের জন্য অনুমোদনপ্রাপ্ত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
আরও পড়ুন: ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর থেকে
CUSS YouthMappers-এর উক্ত নতুন কমিটিতে চ্যাপ্টার মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. লায়লা খালেদা। পাশাপাশি স্টুডেন্ট অ্যাডভাইজর হিসেবে দায়িত্বরত থাকবেন আশফাক মাহমুদ (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ), দিবাশ দেব (সমুদ্রবিজ্ঞান বিভাগ), শায়লা শাইমুন দিবা (সমুদ্রবিজ্ঞান বিভাগ), মহিমা চৌধুরী (পরিসংখ্যান বিভাগ), হোসাইন মোহাম্মদ বায়েজিদ (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ)।
এছাড়াও নবগঠিত কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬)-তে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি হিসেবে আব্দুল মুহাইমিন জামিল ওয়াসি (মৎস্যবিজ্ঞান বিভাগ), সিনিয়র সহ-সভাপতি হিসেবে সৌরভ শীল শুভ (সমুদ্রবিজ্ঞান বিভাগ), সহ-সভাপতি হিসেবে কাকন সাহা (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস), সাধারণ সম্পাদক হিসেবে আল তাহসিন মাহমুদ খান (সমুদ্রবিজ্ঞান বিভাগ), সহকারী সাধারণ সম্পাদক হিসেবে মো. রেজানুর রহমান হৃদয় (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস) ও উর্ফি আলম (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ), ট্রেজারার হিসেবে সাদিয়া ওসমান লরিন (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস), সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ওজায়ের হোসাইন (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস), সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জাকারিয়া হাসনাত (সমুদ্রবিজ্ঞান বিভাগ) ও মাজহারুল হক (পরিবেশবিজ্ঞান বিভাগ), যোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক হিসেবে রিদওয়ান আহমেদ সিদ্দিকী (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস), সহযোগী সম্পাদক (যোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম) হিসেবে নাফিসা নুরজাহান নিতু (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ) ও নোশিন সুলতানা (বনবিদ্যা বিভাগ), আইটি ও ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে মো. আল শাহরিয়ার আলিফ (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ), সহকারী সম্পাদক (আইটি ও ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট) হিসেবে সানজিদা আক্তার রিয়া (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ), প্রকল্প ব্যবস্থাপনা ও ডকুমেন্টেশন সম্পাদক হিসেবে রুফাইদা সিদ্দিকী (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস), সহকারী সম্পাদক (প্রকল্প ব্যবস্থাপনা ও ডকুমেন্টেশন) হিসেবে তাবাসসুম মাহবুব (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ) ও নিশাত ফারিহা (পরিবেশবিজ্ঞান বিভাগ)।
আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান
উক্ত নবগঠিত কমিটির অনুমোদন দেন সদ্য বিদায়ী সভাপতি মহিমা চৌধুরী (২০২৪-২৫) এবং সাধারণ সম্পাদক গুলনার আখতার তৃষা (২০২৪-২৫)। তারা আশা প্রকাশ করেন যে, এই কমিটি পূর্ববর্তী কমিটির সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সামাজিক উন্নয়নমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করবে।
শিক্ষার্থীদের হাতে প্রযুক্তি ও গবেষণার শক্তিকে কাজে লাগিয়ে CUSS YouthMappers মানচিত্রভিত্তিক কার্যক্রম, তথ্য সংগ্রহ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এমন প্রত্যাশাই করছে উক্ত সংস্থার সাথে সংশ্লিষ্ট সবাই।