ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন জবি শিক্ষার্থী সানজিদা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সানজিদা ইসলাম। সানজিদা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিহতের স্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান
এবিষয়ে সানজিদার স্বামী তাজ বলেন, দীর্ঘদিন সানজিদার জ্বর আসতো, যেতো। একই সাথে বিগত কয়েকমাস যাবত ওর রক্তের ইনফেকশনের চিকিৎসা চলছিল। আজ হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডাক্তারদের পরামর্শে গতকাল থেকে আজ তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ৩-৪টা হাসপাতাল পরিবর্তন করেছ। সর্বশেষ ঢামেকে আইসিইউতে নেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসে। এরই মধ্যে সানজিদা আমাদের ছেড়ে চলে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদার মৃত্যু খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। এখানে বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠীরা একসাথ হয়েছে। মেয়েটির গিঁটে ব্যথা ছিল। তাই ডেঙ্গু আক্রান্ত হওয়া বুঝতে পারেনি। ততক্ষণে চিকিৎসার বিলম্ব হয়ে পড়ে। অন্তিম ইচ্ছা অনুযায়ী দাফন কাফনের জন্য লাশ তার স্বামীর বাড়ি মেহেরপুরে নিয়ে যাচ্ছে। তাঁর অকাল প্রয়াণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।