ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নতুন নিয়ন্ত্রণ, আজ থেকেই কার্যকর

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৩০ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (রবিবার) ১৯ অক্টোবর ২০২৫ থেকে এই নিয়ন্ত্রণ কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে প্রক্টর দপ্তরের এক জরুরি বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং কর্মদিবসে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলোতে — শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত — দিয়ে যানবাহন চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ থাকবে।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা মাউশির

এই সময়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার ও অনলাইন ডেলিভারি বাহনসহ সরকারি গাড়ি) ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে। অন্য সব ধরনের যানবাহন প্রবেশে সীমাবদ্ধতা থাকবে।

প্রক্টর অফিস জানিয়েছে, গণপরিবহণ ও ভারী যানবাহনের প্রবেশ সব সময়ই নিয়ন্ত্রিত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের চলাচল নিরাপদ রাখা এবং ক্যাম্পাসে অপ্রয়োজনীয় যানজট ও বিশৃঙ্খলা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জবিতে সরস্বতী পূজায় এবারও নারী পুরোহিত