ডাকসু নেত্রীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার সামনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে সংঘটিত এ ঘটনায় কেউ হতাহত না হলেও রাফিয়ার পরিবার চরম আতঙ্কে রয়েছে।
বুধবার গভীর রাত প্রায় ৩টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার ঢোলাদিয়া মহল্লায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, ফটকের কাছে আগুন জ্বলতে দেখা গেলে ঘরের লোকজন দ্রুত পানি ঢেলে তা নিভিয়ে ফেলেন।
আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’
ঘটনার পর রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন কোতোয়ালী মডেল থানায় একটি এজাহার দাখিল করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
জুলকারনাইন জানান, রাতের নীরবতার মধ্যে হঠাৎ শব্দ ও আগুন লক্ষ্য করায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তবে ঘটনার পর থেকে পরিবারের সবাই আতঙ্কে রয়েছেন।
আরও পড়ুন: হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী
ঘটনার সময় বাড়িতে চার থেকে পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন বলে পরিবার জানিয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙা ইস্যুতে পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে আলোচনায় আসেন এই নেত্রী।





