ইউনিভার্সেল মেডিকেল কলেজে Top Ten Genius Intern Doctors সম্মাননা প্রদান অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫-এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল দেশের প্রথমবারের মতো আয়োজন করেছে “Top Ten Genius Intern Doctors @ Dhaka University সম্মাননা ২০২৫”।

শনিবার দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনটি নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের মিলনমেলায় পরিণত হয়। সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় মেধাক্রমের বিষয়ে সচেতন নয়; তাই এই আয়োজনের মাধ্যমে তাদের সাফল্য প্রকাশ এবং অনুপ্রেরণা প্রদান করা হয়।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। তিনি বলেন, “বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ক্রমেই বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের মেধাবী তরুণ চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্যসেবার নেতৃত্ব দেবেন। তাদের এই সাফল্য জাতিকে আরও আশাবাদী করে তোলে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও এ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি বলেন, “চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।”

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— অধ্যাপক ডা. মো: মোস্তাক আহাম্মদ, ডিন, চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, অধ্যক্ষ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ; বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিতার্কিক ডাঃ আব্দুন নূর তুষার এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ একেএম খালেকুজ্জামান দীপু। বক্তারা এই আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেন:

১ম. ডা. উমাইর আফিফ, ঢাকা মেডিকেল কলেজ — ১৩২০ নম্বর

২য়. ডা. তাহমিদ মিহদা ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — ১৩১৯ নম্বর

৩য়. ডা. জান্নাতুল ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — ১৩০৭ নম্বর

৪র্থ. ডা. মিথিলা ফারজানা, ঢাকা মেডিকেল কলেজ — ১২৯৩ নম্বর

৫ম. ডা. ইফফাত আমান অত্রি, মুগদা মেডিকেল কলেজ — ১২৮৬ নম্বর

৬ষ্ঠ. ডা. এ. আর. জান্নাতুল নাঈমা রশ্নি, ঢাকা মেডিকেল কলেজ — ১২৮২ নম্বর

৭ম. ডা. শাহ মোঃ ফরিদ উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ — ১২৭৬ নম্বর

৮ম. ডা. পারমিতা দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজ — ১২৭৫ নম্বর (যুগ্ম)

৮ম. ডা. কাজী জান্নাতুল শশীপ্রভা, ময়মনসিংহ মেডিকেল কলেজ — ১২৭৫ নম্বর (যুগ্ম)

১০ম. ডা. স্টুটি রিমাল (নেপাল), ঢাকা মেডিকেল কলেজ — ১২৬৮ নম্বর

শীর্ষস্থানীয় এই ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট এবং লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অনুষ্ঠান সভাপতি প্রীতি চক্রবর্ত্তী এবং ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। আগত অতিথিদের শুভেচ্ছা স্মারকও প্রদান করা হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানায়, এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে, যাতে চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা আরও বিকশিত হয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চ্যানেল আই-এর উপস্থাপিকা সামান্তা ইসলাম।