প্রকাশ হলো ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৯ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে কলেজগুলোতে মোট ৭২ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময়জুড়েই কলেজ বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. আব্দুল কুদ্দুস।

প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৬ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২৫ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাক বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি রাখা হয়েছে। দুর্গাপূজাসহ অন্যান্য পূজা উপলক্ষে আরও ১০ দিনের ছুটি রয়েছে। পাশাপাশি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে ১১ দিনের শীতকালীন অবকাশ।

প্রজ্ঞাপনে ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরুর সময়সূচি এবং বার্ষিক ও নির্বাচনি পরীক্ষার সময়ও নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি কার্যক্রম শেষে ১ জুলাই থেকে নিয়মিত ক্লাস শুরু করতে হবে।

আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন, হবে ৯ জানুয়ারি

এদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ২৫ জুন থেকে শুরু হবে। এসব পরীক্ষার ফলাফল ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময় বিদ্যালয় খোলা থাকবে। এ সিদ্ধান্তকে ঘিরে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকাও প্রকাশ করেছে। সেখানে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরা ছাড়াও বেশ কয়েকটি দিবসের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।