জকসু নির্বাচন: সংগীত বিভাগে শিবিরের ভরাডুবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা ও পর্যায়ক্রমিক ফল ঘোষণা চলছে। এরই মধ্যে ২০টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে সর্বশেষ ঘোষিত সংগীত বিভাগে কোনো ভোট পাননি শিবির সমর্থিত জিএস ও এজিএস পদপ্রার্থী।
আজ বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি।
আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের নতুন নির্দেশনা
ঘোষণা অনুযায়ী, সংগীত বিভাগে ভিপি পদে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব ১২৫, বাম জোটের গৌরব ভৌমিক ১১ এবং ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ৪ ভোট পেয়েছেন।
জিএস পদে বাম জোটের ইভান তাহসীব ৭৯, ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৪৮ এবং ছাত্রশক্তি সমর্থিত ফয়সাল ৬০ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী?
এজিএস পদে ছাত্রদল সমর্থিত তানজিল ১০৮, বাম জোটের শামসুল আলম মারুফ ২৩ এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ৭ ভোট পেয়েছেন।
অন্যান্য কেন্দ্রে এগিয়ে থাকলেও শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদপ্রার্থী মাসুদ রানা সংগীত বিভাগে কোনো ভোট পাননি।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে জকসু নির্বাচন শুরু হয়ে প্রাথমিকভাবে বিকাল তিনটা পর্যন্ত চলে। এরপর সাড়ে ৩টা পর্যন্ত সময় বাড়ানো হয়। একইসাথে লাইনে দাঁড়িয়ে থাকা সকলের ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। জকসু নির্বাচনের ভোট গণনায় যান্ত্রিক ত্রুটির কারণে ৫ ঘণ্টা স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় প্রথম ফল ৪টি কেন্দ্রের ঘোষণা করা হয়। এরই মধ্য দিয়ে শুরু হয় ভোটের ফল ঘোষণা।





