৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ সংযোগ, ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০০ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে এখনও বিদ্যুৎ সংযোগ নেই। নির্বাচন কমিশন (ইসি) বিদ্যুৎ বিভাগকে দ্রুত সংযোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে ওই কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রদান প্রয়োজন।

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে নির্ধারিত ৪২,৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি।

আরও পড়ুন: জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার (যেখানে প্রযোজ্য) এবং প্রিজাইডিং কর্মকর্তাদের দাপ্তরিক কাজের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক। এই কারণে বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে দেশে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।