মেঘদল ব্যান্ডের দুই দশক উপলক্ষে কনসার্ট
দেশের আলোচিত, ভিন্নধর্মী গানের ব্যান্ড মেঘদল ২০ বছরের মাইলফলক স্পর্শ করল। এ উপলক্ষে জমকালো আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ব্যান্ডের সদস্যরা। সেই সঙ্গে একটি একক কনসার্টের আয়োজন করছে এই দলটি।
আগামী ১৩ অক্টোবর রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এই ব্যান্ডের একক কনসার্ট। শিরোনাম ‘শরতে মেঘদল’। টিকিট সংগ্রহের মাধ্যমে শ্রোতারা এই আয়োজন উপভোগ করতে পারবেন। টিকিটের সঙ্গে উপহার হিসেবে থাকছে ‘শরতে মেঘদল’ কনাসার্টের একটি পোস্টার। যার ডিজাইন করেছেন সব্যসাচী মিস্ত্রি এবং আর্ট করেছেন সৌরভ সরকার।
আরও পড়ুন: ফের থানায় অভিযোগ শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে
এ আয়োজন নিয়ে মেঘদল ব্যান্ডের কণ্ঠশিল্পী মেজবাউর রহমান সুমন বলেন, ‘অনেকদিন একক কনসার্ট সুযোগ হয়নি আমাদের। বেশির ভাগ কনসার্টই ছিল বিভিন্ন ব্যান্ডের সঙ্গে। যেখনে ৫ থেকে ৭টি বেশি গান পরিবেশনের সুযোগ ছিল না। সে কারণেই অনেকদিন পর একক কনসার্টের আয়োজন। এতে থাকছে নতুন ও পুরোনো মিলিয়ে ২৫টি গানের পরিবেশনা। যারা মেঘদলের ভক্ত, অনুরাগী কনসার্টটি তাদের প্রত্যাশা পূরণ করবে বলেই আশা করছি।’
সুমন আরও জানান, চলতি বছর পথচলার দুই দশক পূর্ণ হয়েছে মেঘদলের। শিগগিরই একটি সংগীত উৎসবের মধ্য দিয়ে দুই দশকপূর্তি উদযাপন করবেন তারা।
আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব
একই সঙ্গে নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র পাশাপাশি অ্যালবাম কালেক্টরদের জন্যএকটি ভিনাইল রেকর্ড অ্যালবাম প্রকাশের পরিকল্পনাও রয়েছে তাদের। আর এ সবকিছুর প্রাথমিক আয়োজন হিসেবেই ‘শরতে মেঘদল’ কনসার্টের পরিকল্পনা।
মেঘদল ব্যান্ডের প্রকাশিত অ্যালবাম: মেঘদল (স্বনামে) (উপশিরোনাম : দ্রোহের মন্ত্রে ভালোবাসা) (২০০৪), শহরবন্দী (২০০৯), নিওন আলোয় স্বাগতম ( মিশ্র অ্যালবাম, সহশিল্পী ) (২০০৭), অ্যালুমিনিয়ামের ডানা (প্রকাশিতব্য)।





