৬০তম জন্মদিন পালন করলেন বলিউডের ভাইজান সালমান খান
বলিউডের সুপারস্টার সালমান খান ৬০ বছরের পূর্ণতা পেরিয়েছেন। তিন দশকের বেশি সময় ধরে পর্দায় রোমান্স এবং অ্যাকশনের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন এই ভাইজান। তবে তার পথ কখনো সহজ ছিল না—আকাশছোঁয়া সফলতা, চরম ব্যর্থতা, প্রেম-বিরহ, বিতর্ক ও আইনি জটিলতা সবই ছিল তার জীবনের অংশ।
১৯৬৫ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন সালমান। মুম্বাইতে বড় হওয়া এই অভিনেতার বাবা সেলিম খান ছিলেন খ্যাতনামা চিত্রনাট্যকার। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সালমানের। পরের বছর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে তিনি রোমান্টিক নায়ক হিসেবে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।
আরও পড়ুন: ‘খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে’
সালমানের ক্যারিয়ার নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে। ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ সিনেমায় অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ‘তেরে নাম’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘চুলবুল পান্ডে’ এবং ‘টাইগার’–এর মতো হিট ছবির মাধ্যমে পর্দায় তিনি বক্স অফিসে ঝড় তুলেছেন।
প্রেম জীবনেও সালমানের নাম ছিল বিতর্কিত। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফসহ বিভিন্ন রোমান্সের খবর আলোচিত হয়েছে। তবে তিনি বিয়ে নিয়ে সাধারণত রসিকতা করে বলেন, ‘ভাগ্যই সব ঠিক করে।’
আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ শাকিব খানের
সালমানের কঠিন বাহ্যিক ভাবনের বিপরীতে মানসিকভাবে তিনি নরম। বিপদের মুহূর্তে সাহায্যের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিয়মিত যুক্ত থাকেন। আজও ভাইজানের জনপ্রিয়তা কমেনি, তিন দশকের অবদান তাকে বলিউডের কিংবদন্তি হিসেবে দাঁড় করিয়েছে।





