জেলেনস্কি বলেন, পাল্টা হামলা শুরু হয়ে গেছে
ইউক্রেন রাশিয়ার হামলা পাল্টা হামলা চলছেই। শনিবার রাজধানী কিয়েভে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, এখনও রাশিয়ার দখলদার বাহিনীর অধিকৃত অঞ্চল মুক্ত করতে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা চলছে।
সিএনএন জানিয়েছে, ইউক্রেনীয় নেতা বলেন, ‘ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রাসঙ্গিক পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: একসঙ্গে চারটি ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে ইরান: স্পিকার কালিবাফ
শুক্রবার পুতিন বলেছিলেন, এটি সম্পূর্ণ নিশ্চিতভাবে বলা যেতে পারে যে, ইউক্রেনীয় পাল্টা আক্রমণ শুরু হয়েছে। কিয়েভে ভাষণদানকালে জেলেনস্কিকে তার প্রতিপক্ষ রাশিয়ান নেতা পুতিনের মন্তব্যের প্রতিক্রিয়া জানার ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পাল্টা হামলা নিয়ে রুশ নেতা পুতিনের বক্তব্যের জবাবে এমন কথা বলেছেন জেলেনস্কি।
অবশ্য পুতিন বলেছেন, পাল্টা হামলা শুরু হলেও এর কোনো সাফল্য লক্ষ করেননি তারা।
আরও পড়ুন: ইরানে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে: আরাঘচি
তবে জেলেনস্কি বলেন, ‘এটা খুশির খবর যে, পুতিন আমাদের পাল্টা আক্রমণের কথা স্বীকার করেছেন। এটা গুরুত্বপূর্ণ যে রাশিয়া (পাল্টা আক্রমণ) অনুভব করছে, অনুভব করতে পারছে যে তাদের কাছে বেশি সময় নেই।’
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপোরিঝিয়ার দক্ষিণ এবং পূর্বে ফ্রন্টলাইন বরাবর আরও ইউক্রেনীয় আক্রমণাত্মক অভিযানের কথা জানিয়েছে।
ইউক্রেনীয় বাহিনী দাবি, বিগত ২৪ ঘণ্টা তারা আরও অগ্রসর হতে পেরেছে এবং রুশ বাহিনীকে পিছু হটিয়ে অন্তত ১৪০০ মিটার পুনরুদ্ধার করেছে তারা।





