সৌদি আরবে প্রায় ১৬ হাজার অভিবাসী গ্রেপ্তার

আবাসিক, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় ১৫ হাজার ৮১২ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার।
সৌদি প্রেস এজেন্সির বরাতে শনিবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড
এতে বলা হয়, গত এক সপ্তাহে গ্রেপ্তারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ৯ হাজার ৮০১ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ৩ হাজার ৮০৪ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী ২ হাজার ২০৭ জন। তবে, এরমধ্যে বাংলাদেশি আছে কি না, তা জানা যায়নি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কেউ যদি অনুপ্রবেশকারীদের সৌদি প্রবেশের সুবিধা দেয় বা তাদের পরিবহন, আশ্রয়সহ কোনো ধরনের সহায়তা দিলে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য
উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ কোটি জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছেন। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।