জুমাতুল বিদায় আল-আকসায় মুসল্লিদের ঢল

ছবিঃ সংগৃহীত
পবিত্র রমজান মাসের শেষ জুমা (জুমাতুল বিদা) উপলক্ষে শুক্রবার (৫ এপ্রিল) ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের ঢল নেমেছিল। ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞা ও বাধা উপেক্ষা করে ১ লাখ ২০ হাজার মুসল্লি জুমার নামাজে অংশগ্রহণ করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এদিন ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় ১ লাখ ২০ হাজার মুসল্লি পবিত্র জুমার নামাজ আদায় করেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন রাত থেকেই মসজিদে প্রবেশের মুখে চেকপয়েন্ট বসায় ইসরায়েল বাহিনী। মুসল্লিদের প্রবেশ ঠেকাতে সেখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এ সময় জোর করে মসজিদে প্রবেশের সময় ১১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করে ইসরায়েলি বাহিনী। একপর্যায়ে কিছুটা সংঘাতময় পরিস্থিতিও তৈরি হয়। মসজিদুল আকসার বাইরে ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। তবে সব বাধা উপেক্ষা করে ঠিকই জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরিা। শুধু জুমার নামাজই নয়, তারাবিহতেও ছিল মুসল্লিদের ঢল।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল গাজায় রীতিমতো তাণ্ডব শুরু করে। গত ৬ মাসে মৃত্যুপুরীতি পরিণত হয় গাজা। নারী-শিশুসহ সবাইকে নির্বিচারে হত্যা করে তারা।